কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার বিতরণ
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৬ পিএম
কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার বিতরণ
কয়রায় কৃষকদের মাঝে ধান,সবজির বীজ জৈব সার ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার(৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা রমিক রিলিফের সহযোগীতায় ও লিডারস এর বাস্তবায়নে কৃষকদের মাছে এই বীজ সার ও সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন, লিডারসের প্রজেক্ট অফিসার নির্মল গাইন,কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় মন্ডল,কৃষক বিপ্লব মন্ডল, এনামুল গাজী, তপন মন্ডল, স্বপ্না মন্ডল প্রমুখ
দৈনিক পুনরুত্থান / কয়রা (খুলনা) প্রতিনিধি:
- বিষয়:
- খুলনা,কয়রা
- কৃষক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: